Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আন্দোলনে শহিদদের স্মরণে সাউথইস্টে আলোচনা ও দোয়া মাহফিল

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

আন্দোলনে শহিদদের স্মরণে সাউথইস্টে আলোচনা ও দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় সাউথইস্ট ইউনিভার্সিটি মাল্টিপারপাস হলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। 

এতে বক্তব্য রাখেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, শহিদ পরিবারের সদস্য ও শহিদদের সহপাঠিরা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থী শহিদ হন। তারা হলেন- মো. রাব্বি মিয়া, শহিদ রাকিব হোসাইন, শহিদ ইমতিয়াজ আহমেদ জাবির, শহিদ রবিউল ইসলাম লিমন। 

সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এক লিখিত বক্তব্যে শহিদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। দেশের জন্য শহিদদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ, ডিনরা, বিভাগীয় প্রধানরা, শিক্ষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের পূর্বে শহিদদের স্মরণে ইউনিভার্সিটিতে নামকরণ করা চারটি হলের নাম ফলক উম্মোচন করা হয়। 

অনুষ্ঠানে চার শহিদ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেক পরিবারের জন্য দশ (১০) লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। 

পরে দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডা. মো. আতাউর রহমান মিয়াজী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম