প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংকের মধ্যে রেমিটেন্স বিতরণ চুক্তি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
![প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংকের মধ্যে রেমিটেন্স বিতরণ চুক্তি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/08/image-848752-1725804330.jpg)
গতকাল শনিবার প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংক পিএলসির মধ্যে রেমিটেন্স সংক্রান্ত একটি যুগান্তকারী সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির আওতায় এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকগণ বৈধ চ্যানেলে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সিটি ব্যাংকের এক্সচেঞ্জ হাউজগুলোর মাধ্যমে প্রেরিত রেমিটেন্স প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাসমূহ থেকে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স নগদ উত্তোলন করতে পারবেন এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়, দপ্তরসমূহ এবং উভয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।