তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের ধরনে এসেছে আমূল পরিবর্তন। গতানুগতিক ব্যবসাগুলোর পাশাপাশি এখন সফলভাবে জায়গা করে নিচ্ছে একের পর এক ই-কমার্স বিজনেস।
এসব ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর মধ্যে সাজগোজ একটি। প্রসাধন ও সৌন্দর্যচর্চাভিত্তিক এই প্ল্যাটফর্মটি নিজেদের সততা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করতে পেরেছে গ্রাহকদের মাঝে।
প্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতা পেরিয়েও তাদের সেবাকে নিয়ে গেছে আন্তর্জাতিক মানদণ্ডে।
ইতোমধ্যে দেশি-বিদেশি বেশ বিনিয়োগও পেয়েছে তারা। প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত ৮০০ জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে নারী কর্মীই রয়েছেন ৫০০ জন। সাজগোজের সঙ্গে কাজ করে বিশ্বখ্যাত লরিয়াল ও রেভলনের মতো ব্রান্ড। অথেনটিক পণ্যের জন্য সাজগোজ বিশ্বস্ত নাম। এছাড়া প্রতিষ্ঠানটি বিউটি এডুকেশনও দিয়ে থাকে, যেখানে মানুষ তাদের ত্বক ও স্বাস্থ্য সচেতনতায় উপকৃত হয়।
কিছুদিন আগেও সাজগোজ ২১ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেয়েছে। এর মধ্যে সেকোয়া ক্যাপিটাল ১৭ কোটির বেশি (২ মিলিয়ন মার্কিন ডলার) টাকা বিনিয়োগ করেছে। আর বাকি অর্থ দিয়েছে বাংলাদেশি প্রযুক্তিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। বিনিয়োগের এ টাকা ভোক্তা, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করছেন এর উদ্যোক্তা সিনথিয়া ইসলাম, নাজমুল শেখ ও মিলকি মাহমুদ।
২০১৩ সালে শুরু হওয়া সাজগোজ সৌন্দর্যবিষয়ক নিবন্ধ ও পরামর্শ টিপস, ভিডিওর একটি বড় তথ্যভান্ডারও হয়ে উঠেছে সাজগোজ। সেলফ কেয়ার নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গিকেও সম্পূর্ণ পাল্টে ফেলছেন এর উদ্যোক্তারা । মাসে ছয় লাখের বেশি পেজ ভিউ, ফেসবুকে ১৮ লাখ অর্গানিক অনুসারী, ৯ হাজারের বেশি লেখা এবং ৩ শতাধিক ভিডিও নিয়ে আছে পাঠকদের সঙ্গে সাজগোজের মিথস্ক্রিয়া।
তাই দেশীয় এই উদ্যোগ সবার। একে এগিয়ে নিয়ে সবার সহযোগিতা চান উদ্যোক্তারা।