Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বন্যাদুর্গতদের সহায়তায় তিন কোটি টাকা দিল ইবিএল

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম

বন্যাদুর্গতদের সহায়তায় তিন কোটি টাকা দিল ইবিএল

আকস্মিক বন্যায় সারাদেশে বিপর্যস্ত জনগণকে সহায়তার জন্য তিন কোটি টাকা দিয়েছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অওতায় এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই তহবিলটি জরুরি সহায়তা প্রত্যাশী লাখ লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য স্বক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

ইবিএল সর্বদা দায়িত্বশীল ও নৈতিক ব্যাংকিংয়ের পাশাপাশি কর্পোরেট সামাজিক দ্বায়বদ্ধতার মূল্যবোধ ধারণ ও প্রতিপালন করে। প্রদত্ত অর্থ সাহায্য জনগণের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ইবিএলের অঙ্গীকারের প্রতিফলন। দেশের এই সংকটময় সময়ে দুর্দশাগ্রস্ত জনগণের পাশে থেকে তাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখাকে নিজেদের নৈতিক দায়িত্ব বলে বিশ্বাস করে ইবিএল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম