Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে ‘ফুডি’র পথচলা শুরু

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৩:৩৪ পিএম

ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে ‘ফুডি’র পথচলা শুরু

উন্নত সার্ভিস, খাবারের মান ও পরিমাণে গুরুত্ব দিয়ে ফুড-দুনিয়ায় সম্প্রতি আত্মপ্রকাশ করেছে ফুডি। ফুড লাভারদের সর্বোচ্চ ডিসকাউন্ট সুবিধা নিয়ে অল্পদিনেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে এই ফুড সার্ভিসটি।   

প্রতিষ্ঠানটি বলছে, শুধু খাবার নয়, প্রিয়জনকে আপনার পছন্দের ফুল পৌঁছে দেবে তারা। এক অ্যাপেই মিলবে এ সুবিধা। তারা বলছে, বাংলাদেশের বাজারে এটি একেবারেই নতুন সেবা। 

ফুডির আত্মপ্রকাশ রাজধানীতে শুরু হলেও দেশের সবগুলো জেলা শহরে ধারাবাহিকভাবে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ফুডি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, চা-এর নগরী সিলেট, নান্দনিক শহর রাজশাহী, প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ, বন্দরনগরী খুলনা, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার, রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও সাভারে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

ফুডি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগে প্রতিষ্ঠানটির আত্নপ্রকাশের স্বল্প সময়ের মধ্যে তুলনামূলক কম খরচে রুচিশীল খাদ্যপণ্য সরবরাহ করছে। এ কাজের সঙ্গে যুক্ত রয়েছে এক ঝাঁক শিক্ষিত তরুণ রাইডার।

ডেলিভারি পার্টনার হিসেবে প্ল্যাটফর্মে লক্ষাধিক আইটেমের সম্ভার নিয়ে চার হাজারের অধিক রেস্টুরেন্ট ও শপ পার্টনার সংযুক্ত হয়েছে। বিশেষ দিনকে আরো বেশি বিশেষ করে তুলতে প্রিয়জনকে ফুল উপহার দিতেও ফুডির ফুল ডেলিভারি সেবা রয়েছে। দেশি-বিদেশি ফুল সরবরাহ করতে এ প্রতিষ্ঠানের জুড়ি মেলা ভার।

পরিকল্পনা আর বাস্তবায়নকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় ফুডি। ফুড ডেলিভারি ব্যবসায় ফুডিতে এক হাজারের অধিক নিজস্ব রাইডার ও ৫০০ এর অধিক ফ্রিল্যান্স রাইডার সংযুক্ত হয়েছে। দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি ফুডি ব্যবহারকারীদের সবসময় সর্বোত্তম সেবা প্রদানে ও নতুন নতুন উদ্ভাবনে বদ্ধ পরিকর। সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম