Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের পুরস্কার বিতরণ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১০:২৭ পিএম

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের পুরস্কার বিতরণ

একাত্তরের কণ্ঠযোদ্ধা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত আলী যাকেরের স্মৃতি বহমান রাখতে মুক্তিযুদ্ধ জাদুঘর ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’ গ্রহণ করেছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের আহ্বানে সাড়া দিয়ে এই উদ্যোগে যুক্ত হয়েছে ঢাকা মহানগরীর দশটি বেসরকারি পাঠাগার। 

শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন শহিদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর এমপি, ডা. সারওয়ার আলী, মফিদুল হক ও সারা যাকের, জুরি বোর্ডের সদস্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর ও নিশাত মজুমদার, গ্রন্থপাঠ উদ্যোগের সমন্বয়ক মোহাম্মদ শাহ নেওয়াজ এবং আলী যাকেরপুত্র ইরেশ যাকের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম