Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ব্যাংক এশিয়ার ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৯:২৬ পিএম

ব্যাংক এশিয়ার ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ২৫ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান জনাব রোমো রউফ চৌধুরী সভার সভাপতিত্ব করেন।

রোববার এ সভা অনুষ্ঠিত হয়।  শেয়ারহোল্ডারগণ সভায় ২০২৩ সালের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটি ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম. এ. বাকী খলীলী, পরিচালক ফারহানা হক, এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, নাফিস খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, কোম্পানী সেক্রেটারী এস. এম. আনিসুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ এবারের সভায় অংশগ্রহণ করেন।

শেয়ারহোল্ডারগণ ব্যাংকের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ২০২৩ সালের হিসাব বিবরণী অনুমোদন করেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম