মার্কেন্টাইল ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১১:১৫ পিএম
মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল ব্যাংকিং অপারেশন্স’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ২১টি উপশাখার ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি। উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাশ ম্যানেজমেন্ট ও সাধারণ ব্যাংকিং কার্যক্রম বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও সার্কুলার যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন।
ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দের পাশাপাশি ব্যাংকের অপারেশন্স ডিভিশনের কর্মকর্তাগণ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।