Logo
Logo
×

কর্পোরেট নিউজ

উরি র‌্যাঙ্কিং এর শীর্ষ ১০০ তে একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ইউল্যাব

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৪:২২ পিএম

উরি র‌্যাঙ্কিং এর শীর্ষ ১০০ তে একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ইউল্যাব

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন ২০২৪ (ডটজও) অনুযায়ী বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ইউল্যাব। 

২০২৪ সালে, বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির মধ্যে ইউল্যাব ৬৯তম অবস্থানে জায়গা করে নিয়েছে, যা ২০২৩ সালে ছিলো ৭৫তম, ২০২২ এ ৯৬তম এবং ২০২১ এ ১০০তম।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন, ৭ জুন ফ্রাঙ্কলিন ইউনিভার্সিটি সুইজারল্যান্ডের চতুর্থ এইচএলইউ কনফারেন্সে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪ প্রকাশ করেছে।
সামগ্রিক র‌্যাঙ্কিংয়ের বাইরেও, ইউল্যাব কিছু নির্দিষ্ট উরি বিভাগগুলোতেও স্বীকৃতি পেয়েছে। যা হচ্ছে, ক্রাইসিস মান্যাজমেন্ট এ বৈশ্বিকভাবে ২য়, স্টুডেন্ট মবিলিটি এন্ড ওপেননেস এ ৫ম এবং ইনফ্রাস্ট্রাকচার/টেকনোলোজি তে ১৯তম।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম