Logo
Logo
×

কর্পোরেট নিউজ

উন্নয়নের অগ্রযাত্রায় উদ্ভাবনী শক্তির ভূমিকা অপরিহার্য

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১১:৩১ পিএম

উন্নয়নের অগ্রযাত্রায় উদ্ভাবনী শক্তির ভূমিকা অপরিহার্য

দেশের উন্নয়নের অগ্রযাত্রায় উদ্ভাবনী শক্তির ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব সামসুর রহমান খান। আজ মঙ্গলবার বরিশালে আয়োজিত স্কিলস ও ইনোভেশন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের সহায়তায় বরিশাল ক্লাবে এ অনুষ্ঠান আয়োজিত হয়। পাশাপাশি বর্ণাঢ্য র্যালি এবং কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক একটি সেমিনারও আয়োজিত হয়।

জনাব সামসুর রহমান খান জানান, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে পারলে দেশ খুব দ্রুত এগিয়ে যাবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব সামসুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ সোহরাব হোসেন ও বরিশালের জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অ্যাসেট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (উপসচিব) জনাব মোঃ আব্দুর রহিম।এ ছাড়া অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম