Logo
Logo
×

কর্পোরেট নিউজ

প্রথমবারের মত অনুষ্ঠিত হল ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ১১:০৫ পিএম

প্রথমবারের মত অনুষ্ঠিত হল ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’

আমা কফির মুল পৃষ্ঠপোষকতায় ‘একটি নতুন আগামী’ প্রতিপাদ্যে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে ৪ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ মিলনায়তনে প্রথমবারের মত অনুষ্ঠিত হল ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’। 

এ আয়োজনে বিজ্ঞান, গবেষণা, পরিবেশ, অটিজম, বাকস্বাধীনতা, সঙ্গীত, সাহিত্য, পর্বত আরোহণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করেন স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, প্রখ্যাত বিতার্কিক ও উপস্থাপক ডা. আব্দুন নুর তুষার, গীতিকার ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া, এভারেস্টজয়ী ডা. বাবর আলী এবং মিস বাংলাদেশ-২০০৭ বিজয়ী জান্নাতুল ফেরদৌস পিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার এএনএম ওয়াজেদ আলী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম