ইস্টার্ন ইউনিভার্সিটির ২১তম বর্ষপূর্তি উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১০:০৪ পিএম
ইস্টার্ন ইউনিভার্সিটির ২১তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিশ্বিবদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শহিদ আখতার হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২১ বছরের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডিন, উপদেষ্টা, চেয়ারম্যান এবং বিভাগীয় প্রধানগন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. আবুল বাশার খান।
উল্লেক্ষ্য, ইস্টার্ন ইউনিভার্সিটি ২০০৩ সালে ঢাকার ধানমন্ডিতে যাত্রা শুরু করে। বর্তমানে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিশাল দৃষ্টিনন্দন ক্যাম্পাসে স্থায়ী ভবন, হোস্টেল, খেলার মাঠ সহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে।
শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসি কর্তৃক নির্ধারিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব শর্ত পূরণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এটি ইউজিসি কর্তৃক স্থায়ী সনদপ্রাপ্ত ১১ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।