Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বুয়েটে ‘ফান্ডিং অপরচুনিটিস ইন রিসার্চ অ্যান্ড ইনোভেশন’ সেমিনার 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

বুয়েটে ‘ফান্ডিং অপরচুনিটিস ইন রিসার্চ অ্যান্ড ইনোভেশন’ সেমিনার 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) “ফান্ডিং অপরচুনিটিস ইন রিসার্চ অ্যান্ড ইনোভেশন” - শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুয়েটের রাইজ সেমিনার কক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (RISE) কর্তৃক সেমিনার অনুষ্ঠানটি আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। 

সেমিনারে “Funding opportunities in environmental and climate change research”  বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাসফিকুস সালেহীন। 

“Funding opportunities in energy, sustainability, and SDG research” - বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. কৌনিশ কীর্ত্তানীয়া। 

“Funding opportunities from government initiatives” - বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন এনহ্যান্সিং ডিজিটাল গর্ভনমন্টে অ্যান্ড ইকোনমি (EDGE) প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. শাখাওয়াত হোসেন এবং “Funding opportunities from development partnersÓ - বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (RISE)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার। সেমিনারে বুয়েটের ডিনবৃন্দ, বিভিন্ন পরিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা, সরকার ও দেশি-বিদেশি ডেভেলপমেন্ট পার্টনার থেকে কিভাবে ফেলোশিপ, গবেষণা, এবং ইনোভেশন খাতে অনুদান পাওয়া সম্ভব, সে বিষয়ে আলোচনা করেন । সরকার, প্রাইভেট সেক্টর, ইন্ডাস্ট্রি, এবং ডেভেলপমেন্ট পার্টনারদরে গবেষণাখাতে একযোগে একাডেমিয়ার সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা এবং প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেশের  প্রয়োজন অনুযায়ী গবেষণা প্রোপোজাল তৈরি এবং দেশীয় ও আন্তর্জাতিক অনুদান নিয়ে দেশের সমস্যা সমাধানে উদ্ভাবনমূলক গবেষণা করার আহ্বান জানানো হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম