ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণে এসবিএসি ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৭:৫৮ পিএম
![ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণে এসবিএসি ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/17/image-785762-1710683908.jpg)
এসবিএসি ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের মধ্যে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং নারী উদ্যোক্তাদের জন্য ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদানে এক অংশগ্রহণ চুক্তি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সম্পাদন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, এসবিএসি ব্যাংকের হেড অব ক্রেডিট ও ইভিপি মোঃ আব্দুল মান্নানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।