Logo
Logo
×

কর্পোরেট নিউজ

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রকৌশলী ইমতিয়াজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ এএম

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রকৌশলী ইমতিয়াজ

প্রকৌশলী মো. ইমতিয়াজ জাহিরুল হক। ছবি: যুগান্তর

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ পেয়েছেন প্রকৌশলী মো. ইমতিয়াজ জাহিরুল হক। এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে এ সম্মাননা স্মারক ও চেক হস্তান্তর করেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেন প্রকৌশলী ইমতিয়াজ।    

নওগাঁ জেলার পত্মীতলা উপজেলা প্রকৌশলী হিসেবে ইমতিয়াজ জাহিরুল কর্মরত আছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় শুদ্ধাচার (সংশোধন) নীতিমালা-২০২১ এর অনুচ্ছেদ ৩.৩ এবং ৩.৪  অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত ২য় গ্রেড হতে গ্রেড ৯ ভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এরই অংশ হিসেবে এ বছরও বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়েছে। 

সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ইমতিয়াজ বলেন, প্রতিটি পুরস্কার আনন্দের। তবে কাজের স্বীকৃতি পেলে দায়িত্ববোধে নতুন মাত্রা যোগ করে। আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি ভবিষ্যতে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম