Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের ব্যাংকাসুরেন্স চুক্তি 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের ব্যাংকাসুরেন্স চুক্তি 

ব্র্যাক ব্যাংক এবং মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি ব্যাংকাসুরেন্স সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা মেটলাইফের বিভিন্ন জীবনবীমা পলিসি গ্রহণ করতে পারবেন। বাংলাদেশের মানুষের কাছে বিমা পণ্য ও সেবা আরও সহজলভ্য করার মাধ্যমে এই চুক্তির মধ্য দিয়ে আর্থিক খাতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে শুরু হলে ব্যাংকাসুরেন্স সেবার মধ্য দিয়ে মেটলাইফের বিস্তৃত উদ্ভাবনী পণ্য ও সেবা ব্র্যাক ব্যাংকের শাখা, উপশাখা এবং এসএমই ইউনিট অফিসসহ ব্যাংকের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে এএমডি অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী; ডিএমডি অ্যান্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ; এসইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স মুহাম্মদ আসিফ শামস; এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; ডিএমডি অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম; এবং হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ব্যাংকাসুরেন্স সেবা অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এই চুক্তির তাৎপর্য তুলে ধরে বলেন, ‘আজ একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে মেটলাইফ বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক ব্যাংকাসুরেন্স পার্টনারশিপে একত্রিত হয়েছে। এটি আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির নিরলস পরিশ্রমের প্রতিফলন। এই চুক্তিটি বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকিং এবং বীমা সেবাকে একত্রিত করার মাধ্যমে আমরা আর্থিক সেবা খাতে প্রবেশযোগ্যতা এবং নির্ভরযোগ্যতার স্থান অর্জন করতে চাই। আর্থিক অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বাংলাদেশের যাত্রায় এই উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রাখবে। আমরা এই অসাধারণ উদ্যোগে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মেটলাইফ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। দেশের দুটি শক্তিশালী প্রতিষ্ঠান যখন কোনো কাজে একত্রিত হয়, তখন অসম্ভব বলে আর কিছু থাকে না!’

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ একই অনুভূতি প্রতিধ্বনিত করে বলেন, ‘ব্যাংকাসুরেন্সের প্রধান উদ্দেশ্য হলো বীমা সুবিধাকে আরো সহজলভ্য করা। বাংলাদেশের দুটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান- মেটলাইফ এবং ব্র্যাক ব্যাংকের এই কৌশলগত অংশীদারিত্ব দেশের মানুষের কাছে বিমার বিস্তৃতি আরও বাড়াতে সক্ষম হবে। এই উদ্যোগে দেশের আর্থিক সক্ষমতার বৃদ্ধির প্রয়াস আরো গতি পাবে। কারণ, গ্রাহকরা নিশ্চিন্তভাবে তাদের আর্থিক পরিকল্পনায় মেটলাইফের বিশ্বমানের বীমা সুরক্ষা অন্তর্ভুক্ত করতে পারবেন।’

ব্যাংকিং এবং বীমার ক্ষেত্রে বাংলাদেশের দুই শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে এই কৌশলগত সহযোগিতা চুক্তি গ্রাহকদের ব্যাংকিং এবং বীমা চাহিদার জন্য সমন্বিত সমাধান প্রদান করবে এবং আর্থিক সেবা খাতকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম