Logo
Logo
×

কর্পোরেট নিউজ

পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম

পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিরোধী চক্র অগ্নিসন্ত্রাসসহ উপর্যুপরি নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এছাড়া, নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটছে। 

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) যেকোন পরিস্থিতিতে অতীতের ন্যায় বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী পিপিএম এবং মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তারা বলেছেন- সামনের দিনগুলোতে নির্বাচন বিরোধীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষজনিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সাহস, বুদ্ধিমত্তা, কৌশল ও দৃঢ়তা ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি মনে করে যে, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জাতির এ ক্রান্তিকালে সকল প্রকার ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম