Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বিসিবিএলের বিজয় দিবস উদযাপন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ এএম

বিসিবিএলের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন করেছে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল)। শনিবার (১৬ ডিসেম্বর) বিসিবিএলের আয়োজনে মহান বিজয় ক্লাব ভবনে দিবসটি উদযাপন করা হয়েছে।

বিসিবিএল সভাপতি ড. মো. ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের চিফ লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার আবু মো. আমিমুল এহসান।

রশীদ-উন-নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির ও সভাপতির বক্তব্যের পাশাপাশি আরও বক্তব্য রাখেন ক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ আকতার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ব্র্যান্ড অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. তারেক উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সুবীর কুমার কুণ্ডু, শিক্ষা ও উন্নয়ন সম্পাদক শারমিন আক্তার, ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি শারমিন আতিক, অর্থ সম্পাদক মাসরুর মাহমুদ শুভ, বিনোদন ও ক্রিয়া সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এসএম এনামুল হক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এএইচএম রাকিবুল হক, যুগ্ম- অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফর্মেশন সেক্রেটারি মো. খায়রুল হাসান, কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যাংকের বর্তমান ও সাবেক সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যগণ।

অনুষ্ঠানের প্রথম অংশে সদস্যদের সন্তানদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও বিসিবিএলের নিজস্ব ব্যান্ড ‘বিসিবিএল বিটস্’র পরিবেশনার সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পর নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

উল্লেখ্য, ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড দেশের ব্যাংকার কমিউনিটির বৃহত্তম রেজিস্টারড ক্লাব। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক থেকে ক্লাবের সদস্য সংখ্যা সহস্রাধিক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম