বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ঢাকার রায়েরবাজার বধ্যভুমিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর সকল বুদ্ধিজীবির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিনিধি দল কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ স্ট্রিমিং করা হয়। সবশেষ ১৯৭১ সালে শহীদ সকল বুদ্ধিজীবিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।