Logo
Logo
×

কর্পোরেট নিউজ

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হলেন আবুল কালাম আজাদ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হলেন আবুল কালাম আজাদ

জনাব আবুল কালাম আজাদ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে ২৬ নভেম্বর থেকে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে এম.কম (ম্যানেজমেন্ট) ডিগ্রি অর্জন এবং ২০০৪ সালে ইন্স্যুরেন্স একাডেমী ইন্স্যুরেন্স ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি ২০০১ সালের ১ আগষ্ট তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড কোম্পানী সেক্রেটারী হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। এছাড়াও তিনি কোম্পানীতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে ৫ বার দায়িত্ব পালন করেন।

তিনি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডে যোগদানের আগে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডে সহকারী মহাব্যবস্থাপক ও কোম্পানী সেক্রেটারী হিসেবে দু’বছর দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমীর গেষ্ট স্পীকার, তাকাফুল ইস্যুতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীর প্যানেল লেকচারার, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেষ্ট লেকচারার ও ইষ্টার্ন ইউনিভারসিটির ফ্যাকাল্টি মেম্বার। তিনি ২০০৭ এবং ২০০৯ সালে সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল আয়োজিত বেসিক ফাউন্ডেশন কোর্সে ইসলামী জেনারেল এবং লাইফ ইন্স্যুরেন্সের বাস্তবায়নের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

এছাড়াও তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল অব ইসলামী ইন্স্যুরেন্স অব বাংলাদেশ এর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, ফেনী ক্লাব লি: ও ফেনী সমিতি ঢাকার আজীবন সদস্য, ফেনী ফোরাম ঢাকার জয়েন্ট সেক্রেটারি, ফুলগাজী ফোরাম, ঢাকার প্রেসিডেন্ট, ইহসান ফাউন্ডেশন ঢাকার সদস্য। এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। 

জনাব আজাদ ভারত, নেপাল, মালয়েশিয়া, ইউএই, সৌদি আরব, থাইল্যান্ড, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড, পর্তুগাল ও এস্তোনিয়া দেশ ভ্রমন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম