ইবনে সিনা মেডিকেল কলেজ ‘আরটারিয়াল গ্যাংরিন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০২:০৩ পিএম
জনগণের স্বাস্থ্য সেবায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো ইবনে সিনা ট্রাস্ট সদাসর্বদা মানুষের পাশে থেকে বাস্তবায়নের প্রচেষ্টা করে থাকে। তারই ধারাবাহিকতায় ইবনে সিনা মেডিকেল কলেজ চিকিৎসকদের কর্মদক্ষতাকে আরও বৃদ্ধির জন্য ও জনসচেতনতার জন্য ভাসকুলার সার্জারি বিভাগের পক্ষ থেকে বৈজ্ঞানিক কর্মশালা আয়োজন করা হয়েছে।
বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের মৃত্যুর অন্যতম কারণ কার্ডিওভাসকুলার ডিজিজ অর্থ্যাৎ হৃদরোগ এবং রক্তনালী ব্লকজনিত কারণে ঘটে এসব ঘটনা। রক্তনালী ব্লক হলে হাঁটতে গেলে পায়ে ব্যথা হয়। একটি পর্যায়ে গ্যাংরিন বা পচন ধরে। চিকিৎসার একটি পর্যায়ে পা কেটে ফেলতে হয়। রোগী পঙ্গুত্ববরণ করেন। এভাবে প্রতিবছর হাজারো রোগীকে পা কেটে ফেলতে হবে। ধূমপান, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, বাড়তি ওজন কারণ পরিশ্রমের অভাবসহ বিভিন্ন কারনে রক্তনালী ব্লক হতে পারে। রক্তনালীর আল্ট্রাসনোগ্রাম, এ্যানজিওগ্রাম পরীক্ষা করে ব্লক নিরুপণ করা যায়। কাটা ছেড়া না করে স্টেন্ট বা রিং পরিয়ে রক্তনালী চালু করা যায়। এছাড়াও রয়েছে রক্তনালী বাইপাস অপারেশন। ধূমপান বর্জন, ওজন নিয়ন্ত্রণ, প্রতিদিন ৪০ মিনিট হাটাহাটিতে সুস্থ্যতার নিয়ম মেনে চললে রক্তনালী ব্লক তথা গ্যাংরিন প্রতিরোধ করা যায়। কখনো কখনো রক্তজমাট বেধে রক্তনালী ব্লক হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মাত্র ৪-৬ ঘণ্টার মধ্যে রক্তনালী চালু না করলে পা নষ্ট হতে পারে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় ইবনে সিনা মেডিকেল কলেজ মাল্টিপারপাস হলে ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন এর সভাপতিত্বে ‘আরটারিয়াল গ্যাংরিন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডা. নাজমুল হকের সঞ্চলনায় উক্ত কর্মশালায় ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ছিলেন- আমেরিকান ভাসকুলার সার্জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. এম আবিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন- ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুহিবুল আজিজ। কিনোট স্পিকার ভাসকুলার সার্জন ডা. একেএম জিয়াউল হক।