রোটারি পাবলিক ইমেজ সেমিনার অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
পাবলিক ইমেজ সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য রোটারির অ্যাওয়ার্ড প্রদান করছেন রোটারি ইন্টারন্যাশনালের গভর্নর আশরাফুজ্জামান নান্নু।
শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে রোটারি পাবলিক ইমেজ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি গভর্নর আশরাফুজ্জামান নান্নু।
উপস্থিত ছিলেন- ডিএফএল ফারহানা পারভিন জামান নাতাশা, গভর্নর (ইলেক্ট) হাফিজ ইউ বিপ্লব, ইব্রাহিম খলিল আল-জায়েদ পিনাক, গভর্নর (নমিনি) আরিফ জেবতিক, শহিদুল বারী, সাবেক গভর্নর এম জামাল উদ্দিন, স্যান্ড্রা ম্যাককার্সি, শামসুল হুদা, এম হাফিজুল্লাহ, এসএএম শওকত হোসেন, মুতাসিম বিল্লাহ ফারুকী, ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, মহাসচিব শাহেদ সিদ্দিকী, ইভেন্ট চেয়ার দিন মোহাম্মদ প্রমূখ।
চলতি বছর রোটারি সম্পর্কে পাবলিক ইমেজ সৃষ্টিতে অসামান্য অবদান রাখার জন্য অনুষ্ঠানে রোটারিয়ানদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছেন রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটানের প্রেসিডেন্ট রনজিত কুমার নাথ, তুরাগ উত্তরা রোটারি ক্লাবের নূর এলাহী ভূইয়া, ঢাকা রয়েল রোটারির আদনান ভূইয়া প্রমূখ।