Logo
Logo
×

কর্পোরেট নিউজ

অগ্রণী ও বেসিক ব্যাংকের চেয়ারম্যানের পুনর্নিয়োগ, আইসিবিতে নয়া চেয়ারম্যান

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম

অগ্রণী ও বেসিক ব্যাংকের চেয়ারম্যানের পুনর্নিয়োগ, আইসিবিতে নয়া চেয়ারম্যান

অগ্রণী ও বেসিক ব্যাংকের চেয়ারম্যান পুনর্নিয়োগ পেয়েছেন। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পেয়েছে নতুন চেয়ারম্যান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এ–সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে জায়েদ বখ্ত তিনি আরও এক বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বেসিক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা প্রফেসর  ডাঃ আবুল হাশেমকে আরও তিন বছরের জন্য একই পদে পুনর্নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইসিবির বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পর ওই পদে আসছে নতুন চেয়ারম্যান। আগামী তিন বছরের জন্য আইসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সুবর্ণ বড়ুয়া।


 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম