ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে Íবিশ্ব ডায়াবেটিস দিবস" ১৪ নভেম্বর ২০২৩ইং মঙ্গলবার উদযাপন করা হয়। সকাল ৯টায় ইবনে সিনা মেডিকেল কলেজ ভবনের অডিটোরিয়ামে এন্ডোক্রাইনোলজি বিভাগের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে Diabetes know your risk, know your response বিষয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ.কে.এম. মাজহারম্নল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মহিবুল আজিজ। নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সুলতানা মারম্নফা শেফিন। সকাল ১০টায় হাসপাতাল ভবনের সামনে থেকে র&যালি বের করে কল্যানপুর এলাকা ঘুরে হাসপাতালের সামনের গেইটে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. পারভেজ কবির (অব.), হাসপাতালের সিনিয়ন এজিএম এন্ড এডমিন ইনচার্জ মোহাম্মদ ন–রে আলম (সবুজ),
কলেজের সিনিয়ন এজিএম এন্ড এডমিন ইনচার্জ আমিনুর ইসলাম ও ইবনে সিনা মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী, মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক-শিক্ষিকা, চিকিত্সক, ম্যানেজমেন্টের উর্দ্ধতন কর্মকর্তা, নার্স, স্বাস্থ্য কর্মী এবং সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র&যালি শেষে কলেজ ভবনের নিচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
এতে রোগীদের বিনা ম–ল্যে বস্নাড-গস্নুকোজ মাপা, রোগীদের সাথে ডায়াবেটিস এর ঝুঁকি ও করোণীয় সম্পর্কে সচেতনতাম–লক আলোচনা করা হয়। অনুষ্ঠান বাসত্মবায়নে সহযোগীতায় ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।