বঙ্গবন্ধুর আলফা ইন্স্যুরেন্স সম্পর্কিত দুর্লভ দলিল হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
সাধারণ বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারে কর্পোরেশনের চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ এর নিকট বঙ্গবন্ধু ও তদানীন্তন আলফা ইন্স্যুরেন্স সম্পর্কিত দুর্লভ দলিল হস্তান্তর করেন ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ ব্যাংক’ প্রামাণ্য গ্রন্থের গবেষক ও সাংবাদিক নজরুল ইসলাম বশির। এ সময় কর্পোরেশনের মহাব্যবস্থাপকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬২ সালের ১১ মে আলফা ইন্স্যুরেন্সের কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তাবন্দি শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য পুলিশের ডিআইজি বরাবরে আলফা ইন্স্যুরেন্সের প্যাডে একটি আবেদন করেন। ওই সময়ে সমগ্র পাকিস্তানে আইয়ুব খান সরকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্সের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান হিসেবে ‘কন্ট্রোলার অব এজেন্সিস’ পদে যোগদান করেন। আলফায় চাকরির আড়ালে তিনি সারাদেশে নেতাকর্মীদের সাথে গোপন যোগাযোগ স্থাপন করেন এবং ছয় দফার খসড়া তৈরি ও স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করেন।