আন্তর্জাতিক সেমিনারে ড. সেলিমের মূল প্রবন্ধ উপস্থাপন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
শনিবার ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এর ব্যবসা প্রশাসন অনুষদের আয়োজনে, চট্টগ্রামে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই ব্যবসা এবং প্রযুক্তি উন্নয়ন” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও ইউনিয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ইউএসটিসি’র ব্যবসায় অনুষদের ডীন ড. মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে ইউএসটিসি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ সোলাইমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি অধ্যাপক ড. নুরুল আবসার, রেজিস্টার দিলিপ বড়ুয়া, আইসল্যান্ড সিকিউরিটিজ এর এমডি মোহাম্মদ মহিউদ্দিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম এবং এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জাহাংগীর আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে এতে অংশগ্রহণ করেন।