বার্ষিক প্রতিবেদন প্রকাশে সবার সেরা শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ২৩তম ‘আইসিবি ন্যাশনাল আওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০২২’ এ সার্বিকভাবে সবার সেরা হিসেবে বিজয়ী হয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ পুরস্কারের আয়োজন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি-এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।
এসময় মঞ্চে পুরস্কার গ্রহণকালে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব ড. শামসুল আলম, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হামিদ উল্লাহ ভুইয়া, আইসিএবি এর সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী ও জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মোস্তফা হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু) এবং কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।