ঢাকায় ফ্রোবেল প্লে স্কুলের যাত্রা শুরু
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৬:০৯ পিএম
বাংলাদেশের প্রথম সারির অর্ন্তুভুক্তিক প্রকৃতির শিক্ষা মাধ্যমের কিন্ডার গার্টেন ফ্রোবেল প্লে স্কুল চট্টগ্রামে তাদের সাফল্যের ২০ বছর অতিক্রম করে অতিসম্প্রতি ঢাকায় পদার্পন করেছে।
অন্তর্ভুক্তিমূলক প্রি-স্কুল শিক্ষার অগ্রগামী এই স্কুলটি ঢাকায় তাদের অন্তুর্ভুক্তিক প্রকৃতির শিখন পদ্ধতির উপস্থাপনে অতীব আনন্দিত।
২ বছর ৩ মাস বয়স তেখে শুরু হওয়া বাচ্চাদের জন্য বাংলাদেশে এই প্রথম পারিপার্শিক প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার সাথে অন্তর্ভুক্তিমূলক পরিবেশের সমন্বয়ে একটি শিক্ষন রূপরেখা প্রনয়ন করা হয়েছে। ফ্রোবেল শুধুমাত্র একটি স্কুল নয়, এটি একটি জাগরন।
এ প্রসংগে স্কুল প্রধান ইনসিয়া জোহের আলী বলেন, প্রাকৃতিক ক্রমবিকাশে লালন, সৃজনশীলতা এবং অন্তভুক্তিক্ততা মূলত এই বিশ্বাসকে সামনে রেখেই আমরা প্রতিটা বাচ্চার জন্য এমন একটি পরিবেশ প্রদান করছি যেখানে তারা নিজেদের পারিপার্শি্বক প্রেক্ষাপট অথবা দক্ষতা উন্নয়নে সর্বদা সুঅভ্যর্থনা অনুভব করবে।
এছাড়াও স্কুল অধ্যক্ষ হাওড়া (তেহেসীন) জোহের বলেছেন, আমাদের পাঠ্যক্রমখানা শারিরীক, সংবেদনশীল, সামাজিক, জ্ঞানভিত্তিক, বাকপ্রণালী ও বাচনভঙ্গি এবং সংখ্যাতত্ত্ব বিকাশকে অর্ন্তুভ‚ক্ত করে নিখুতভাবে সাজানো হয়েছে। এই স্কুলের সুবিধাসমূহ হলো- প্রকৃতিকেন্দ্রিক শিখন-একীভূত শ্রেনিকক্ষে সহজাত বিশ্ময় সহযোগে শিক্ষাদান।
সামগ্রিক উন্নয়ন- শারিরীক, সংবেদনশীল,সামাজিক, জ্ঞানভিত্তিক,বাকপ্রনালী ও বাচনভঙ্গি এবং সংখ্যাতত্ত্ব বিকাশকে কেন্দ্র করে শিক্ষাভিত্তি স্থাপনা। অন্তুর্ভক্তিমূলক পাঠ্যক্রম-প্রতিটি শিশুর অনন্য সম্ভাবনাকে অন্তুর্ভুক্তকরনের পরিকল্পনা গ্রহন। শ্রেষ্ঠত্ব্যের সাফল্য-চট্টগামে সফলভাবে ২০ বছর অতিক্রম।
ফ্লোবেল প্লে স্কুল এর ঢাকা শাখায় ভর্তি চলচে, ক্ষুদে শিক্ষার্থীদের যুগান্তকারী শিক্ষাযাত্রায় স্বাগতম। ভর্তি সংক্রান্ত তথ্য অথবা স্কুল পরিদর্শনের জন্য ইমেইল করতে পারেন অথবা সরাসরি ০১৩২৪৭২১৬৬০ ও ০১৯৭৫৫৩৪৫৭২ নম্বরে যোগাযোগ করতে পারেন।