একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বিএসআরএমের যৌথ ঋণ চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম
বাংলাদেশের স্বনামধন্য ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম সম্প্রতি ঢাকার একটি স্বনামধন্য হোটেলে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে যৌথ ঋণ চুক্তি সাক্ষর করে।
উক্ত ঋণ চুক্তির আওতায় মিরসরাই, চট্টগ্রামে অবস্থিত বিএসআরএম স্টিলস লিমিটেডের দ্বিতীয় রোলিং মিল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য যে উক্ত রোলিং মিলে বার্ষিক ২.৫০ লক্ষ টন বিলেট, ৫ লাখ টন রিবার ও ১ লাখ টন ওয়্যার রড উৎপাদিত হবে। নতুন রোলিং মিলের ছাদে অবস্থিত সৌর বিদ্যুত প্রকল্প থেকেও বছরে ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জাইকা এবং ইডকোলের বড় অংশিদার ছাড়াও ইন্ডিয়া এক্সিম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্টেন্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক ও দি সিটি ব্যাংক এই প্রকল্প অর্থায়ণে অংশগ্রহণ করে। ইডকোলের ঋণের জামিনদার হিসেবে ছিল মেঘনা ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক।
ডলার অর্থায়ন অংশের সামগ্রিক ব্যবস্থাপনায় ছিল ষ্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক। উল্লেখ্য যে এই যৌথ ঋণ চুক্তির মান ডলার এবং টাকায় যথাক্রমে ১০৮ মিলিয়ন এবং ৮,০০০ মিলিয়ন।
অনুষ্ঠানে বিএসআরএম এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন।
এসময়ে জাপান দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাতসুইয়া মচিদা, জায়কা বাংলাদেশের চিফ রিপ্রেসেন্টেটিভ ইচিগুচি তোমোহেদ, ষ্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের ইজাজ বিজয়, ইডকোলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ এবং মেঘনা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হোসেন সহ সকল ব্যাংকের প্রতিনিধিগণ মুল্যবান বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে।