Logo
Logo
×

কর্পোরেট নিউজ

‘পেপটিক আলসার ডিজিজ-এর চিকিৎসায় পিপিআই-এর ভূমিকা এবং গ্যাস্ট্রোইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ’এ ভোনোপ্রাজানের ব্যবহার’  শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম

‘পেপটিক আলসার ডিজিজ-এর চিকিৎসায় পিপিআই-এর ভূমিকা এবং গ্যাস্ট্রোইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ’এ ভোনোপ্রাজানের ব্যবহার’  শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

‘পেপটিক আলসার একটি সাধারণ রোগ। এই রোগ নিরাময়ে ভোনোপ্রাজান বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে। পেপটিক আলসার ও জার্ড এর চিকিৎসায় সাশ্রয়ী যে কোনও ধরনের নতুন ওষুধ রুগীদের জন্য নিঃসন্দেহে উপকারী হবে এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে এটি বড় ধরনের সফলতা বয়ে আনবে।’

১৪ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি  আয়োজিত ‘পেপটিক আলসার ডিজিজ-এর চিকিৎসায় প্রোটন পাম্প ইনহিবিটরের ভূমিকা এবং গ্যাস্ট্রোইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ’এ ভোনোপ্রাজানের ব্যবহার’ শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ কথা বলেন।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই সায়েন্টিফিক সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। সেমিনারে কী নোট উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ডাক্তার মো. নুরুজ্জামান এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এন্ড হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক  ডাক্তার স্বপন কুমার সরকার। 

সেমিনারে বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন স্যার সলিমুল্লাহ কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. হাবিবুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. আশরাফুল ইসলাম, বিএসএসএমইউ-এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মো. আনোয়ারুল কবীর, স্যার সলিমুল্লাহ কলেজেরে সাবেক অধ্যাপক ডাক্তার স্বপন চন্দ্র ধর, সম্মিলিত সামরিক হাসপাতালের মেজর জেনারেল ডাক্তার মো. রবিউল হোসেন,  বিএসএসএমইউ-এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার এম. টি রহমান। 

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির মহাসচিব অধ্যাপক চঞ্চল কুমার ঘোষ। সেমিনারে সারাদেশের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টগণ অংশগ্রহণ ও মত বিনিময় করেন। সেমিনারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক প্রস্ততকৃত ভোনোপ্রাজান ব্র্যান্ড ‘বাইজার্ড’ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. মোস্তফা কামাল পাশা। সেমিনার সঞ্চালনা করেন বিএসএসএমইউ-এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার রাজিবুল আলম। ইনসেপ্টার পক্ষ থেকে প্রেজেন্টেশন দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এমএসডি বিভাগের ব্র্যান্ড ম্যানেজার নুজহাত তারান্নুম।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম