ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাপানিজ ভাষা শিক্ষা কোর্স শুরু
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পিএম
রাজধানীর সাভারে মঙ্গলবার (১০ অক্টোবর) ইস্টার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট কক্ষে জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
কোর্সের উদ্বোধন ঘোষণা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্বাস আলী খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও কোর্স সমন্বয়ক অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, সামায়রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সামায়রা গ্রুপের প্রধান সমন্বয়ক রাখি রায় এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল অফিসের ইনচার্য ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
এই কোর্সে নির্ধারিত মডিউলের মাধ্যমে শিক্ষার্থীদের এন৫ পর্যায়ের জন্য উপযুক্ত করে তোলা হবে। কোর্সটি ইস্টার্ন ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।