থানচির প্রান্তিক আদিবাসী সম্প্রদায়ের জন্য এমটিবির ‘কমিউনিটি স্ট্রেংথেনিং প্রজেক্ট’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৭:২৮ পিএম
এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির সাথে ‘কমিউনিটি স্ট্রেংথেনিং প্রজেক্ট ফর ইনডিজিনাস কমিউনিটি ইন বান্দরবান’ শীর্ষক একটি প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বান্দরবানের থানচির নাইক্ষ্যংপাড়া এবং হালিরামপাড়া গ্রামে বসবাসকারী প্রান্তিক আদিবাসী সম্প্রদায়ের জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করাই এই যৌথ প্রচেষ্টার লক্ষ্য।
এই অধিভুক্তির অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন থানচির নাইক্ষ্যংপাড়া এবং হালিরামপাড়া গ্রামে ‘গ্র্যাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস)’ নির্মাণ ও মেরামতের জন্য অর্থায়ণ করবে। পদ্ধতিটি বিশুদ্ধ ও নিরাপদ পানির প্রবেশাধিকারে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে, অগণিত মানুষকে উপকৃত করবে এবং বান্দরবান পার্বত্য অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের জন্য উন্নত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, এমটিবি ফাউন্ডেশন থানচির হালিরামপাড়ায় স্যানিটেশন সুবিধা নির্মাণের জন্যও সহায়তা দেবে। উল্লেখযোগ্য,এই পরিকাঠামো স্যানিটেশন অনুশীলনের উন্নতির মাধ্যমে সুবিধাবঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের জীবন-যাপনে দারুণ ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। একইভাবে, ব্যক্তি পর্যায়ে বিশেষ করে নারীদের মর্যাদা এবং সংশ্লিষ্ট একান্ত ব্যক্তিগত বিষয়গুলো অক্ষত রাখতে প্রকল্পটি সহযোগিতা করবে। এই প্রকল্পটি এসডিজি ৩, ৬ এবং ১১ মোকাবেলায় এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মো. খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, উসমান রাশেদ মুয়ীন এবং হেড অব গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স, শাফায়াত উল্লাহর উপস্থিতিতে অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নির্বাহী পরিচালক, ফারাহ্ কবির এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির, হেড অব প্রোগ্রাম এন্ড এনগেজমেন্ট, কাজী মোরশেদ আলম, হেড অব ফাইন্যান্স, রফিকুল ইসলাম, ফিলানথ্রপি এন্ড প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ম্যানেজার, শামস মুজাদ্দিদ এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী।