
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪২ এএম
বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিকের শ্রদ্ধা নিবেদন

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০১:১৪ পিএম

আরও পড়ুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বিষয়ক প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সিনিয়র সদস্য তারিক আফজাল, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ, সাবেক আন্তর্জাতিক রেডক্রস কর্মকর্তা খালেদ মাসুদ আহমেদ। এ সময় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটিসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।