মানারাত ইউনিভার্সিটিতে ফুটবল টুর্নামেন্টে ফার্মেসি বিভাগের দল চ্যাম্পিয়ন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ ফার্মেসি বিভাগের দল মেডজুন চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রানার আপ হয় ইংরেজি বিভাগের দল ইএনবি রেনেসা। এমআইইউ স্পোর্টস ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত খেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৮টি দল অংশ নেয়। এর মাঝে ফার্মেসি ও ইংরেজি বিভাগের দল সেমি ফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে। খেলা উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
ফাইনাল খেলার উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও এমআইইউ স্পোর্টস ক্লাবের মডারেটর ড. শেখ হাবিবুর রহমান।
ফাইনাল খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এতেও ফলাফল গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল চূড়ান্ত করা হয়। ট্রাইবেকারে ইংরেজি বিভাগের দল ইএনবি রেনেসাকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের কওে নেয় ফার্মেসি বিভাগের দল মেডজুন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারাআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন, ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলম, সিজিইডির কো'অর্ডিনেটর ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, এমআইইউ স্পোর্টস ক্লাবের মডারেটর ড. শেখ হাবিবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও স্পোর্টস ক্লাবের সহকারী মডারেটর ড. মোহাম্মদ ফয়জুল হক, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. নাহিদ হাসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, অ্যাডশিন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ডেপুটি ডিরেক্টর জামাল হোসেইন, স্পোর্টস ক্লাবের (গুলশান ক্যাম্পাস) প্রেসিডেন্ট শামিম আহমেদ, স্পোর্টস ক্লাবের (আশুলিয়া ক্যাম্পাস) প্রেসিডেন্ট আবদুল হাই প্রমুখ।