Logo
Logo
×

কর্পোরেট নিউজ

‘দেশীয় পণ্য দিয়ে বিশ্বায়ন করতে হবে’

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম

‘দেশীয় পণ্য দিয়ে বিশ্বায়ন করতে হবে’

'চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য দিয়েই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশীয় পণ্যে স্বনির্ভরতা অর্জন করতে হবে'।  

শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে গাজিপুরে দেশীয় প্রযুক্তিতে নির্মাণাধীন প্রতিষ্ঠান ওয়ালটন ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রকৌশলীরা এসব কথা বলেন। 

আইইবির যন্ত্রকৌশল  বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী আহসান বিন বাশার রিপনের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মাসুদ রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রোগ্রামের টীম লিডার ও আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ,আইইবির এইচএজিএস আবুল কালাম হাজারী, আইইবির ঢাকা সেন্টারের সম্পাদক প্রকৌশলী মো. নজরুল ইসলাম, কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. আব্দুল জলিল পলাশসহ ওয়ালটন ইন্ডাস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 

বক্তারা আরও বলেন, দেশীয় পণ্যের চাহিদা বাড়াতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রতিটি দেশীয় প্রযুক্তির প্রতিষ্ঠান যদি এই ধরনের টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং প্রোগ্রামের আয়োজন করে তাহলে দেশীয় পণ্যের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে।  সবশেষে এই ধরনের টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং প্রোগ্রামের সুযোগ করে দেওয়ার জন্য ওয়ালটন ইন্ড্রাস্ট্রিকে ধন্যবাদ জ্ঞাপন করেন  আইইবির নেতৃবৃন্দ।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম