Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম

আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, দেশে যেভাবে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় তারা আর্তমানবতার সেবায় এগিয়ে আসছেন না। 

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ তাদের আয়ের একটি বৃহৎ অংশ জনকল্যানে ব্যয় করেন। তিনি বাংলাদেশের ব্যবসায়ী, শিল্পপতি ও বিশিষ্ট ব্যাক্তিদের মানব কল্যানে এগিয়ে আসার আহবান জানান।

বিচারপতি খিজির শনিবার ঢাকার আহসান মঞ্জিল রোটারির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ আহবান জানান। 
ক্লাব প্রেসিডেন্ট অ্যাডভোকেট কাজী ওয়ালিউদ্দিন ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য  উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, রোটারি গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, রোটারির সাবেক গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, গভর্ণর (নির্বাচিত) হাফিজ ইউ বিপ্লব। 

এছাড়া বিভিন্ন পর্বে অংশ নেন মো. আবুল হোসেন, শেখ মো. আনোয়ার উদ্দিন, মো. নুরুজ্জামান খান, মো. শামীম খান, মো. নুরুল হুদা আনসারী, মো. আনোয়ার হোসেন, মো. আবেদ হোসেন, এস এম নুরুজ্জামান, মো. ইকবাল হোসেন, সৈয়দ আনিসুল হক লিটু খোরশেদ আলম মিথুল প্রমুখ।

ইকবাল হোসেন চৌধুরী বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রোটারি ইন্টারন্যাশনাল। রোটারিয়ানগন করোনাকালে এবং অন্যান্য দৈব দুর্বিপাকে নিজের জীবন বিপন্ন করে দুর্গত মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি আহসানুল্লাহ রোটারি ক্লাবের উদ্যেগে দুস্থদের মধ্যে হুইল চেয়ার বিতরন, মহিলাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য সেলাই মেশিন প্রদান এবং স্বাস্থ্য সেবা কার্যক্রমের প্রশংসা করেন। 

রোটারি গভর্নর আশরাফুজ্জামান বলেন, প্রতিটি মানুষ প্রতিদিন একটি করে ভালো কাজ করলে, একজন আরেকজনকে সহায়তা প্রদান করলে এই পৃথিবীতে শান্তিময় সমাজ গঠন সহজতর হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম