শোকসভায় প্রয়াত অধ্যাপক ড. এম এমদাদুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এমদাদুল হকের মৃত্যুতে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩রা সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক ড. এম এমদাদুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন এনএসইউ’র স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন আব্দুর রব খান; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন জাভেদ বারী; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হাসান মাহমুদ রেজা; রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস কে তৌফিক এম হক এবং একই বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান; এনএসইউ’র ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।
অধ্যাপক ড. এম এমদাদুল হকের জীবন ও তাৎপর্যপূর্ণ কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত অধ্যাপকের মেয়ে ও এনএসইউ'র অর্থনীতি বিভাগের সিনিয়র লেকচারার রাইসা আফসানা এবং অধ্যাপক ড. হকের ভাই অ্যাডভোকেট জহিরুল হক জহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, তিনি বলেন, “অধ্যাপক ড. এম এমদাদুল হক একাডেমিক ও চারিত্রিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটিয়েছেন। তার প্রয়াণ শুধু আমাদের এনএসইউ’র নয়, সমগ্র জাতিকে গভীরভাবে প্রভাবিত করেছে।”
উন্মুক্ত এক আলোচনায় শিক্ষক ও শিক্ষার্থীরা ড. হকের স্মৃতিচারণ করেন। এনএসইউ'র ইতিহাস ও দর্শন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. শরীফউদ্দিন আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সম্মিলিত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।