শনিবার আমিন মোহাম্মদ গ্রুপের আমিন মোহাম্মদ সিটি প্রকল্পে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ উৎসব উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পটি রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে, ঢাকা-মাওয়া ৪০০ ফুট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথেই আধুনিক নগর জীবনের সকল সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠা সর্ববৃহৎ আবাসন প্রকল্প।
‘সবুজেই হোক নতুন ঠিকানা’ এই স্লোগানে উদ্দীপ্ত হয়ে উদ্বোধনের প্রথম দিন প্রায় একশত পঞ্চাশ জন গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ উৎসব উদ্বোধন করেন-আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক মার্কেটিং- সৈয়দ মোহাম্মদ ওয়াসিম।
এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ইনচার্জ রুনা লায়লা তমা, মহাব্যবস্থাপক মেজর (অব.) মো. ইউসুফ, সহকারি মহাব্যবস্থাপক মিজানুর রহমান, ব্যবস্থাপক নুরুর রহমান তায়েফ, মোস্তাফিজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রথম দিন সম্মানিত গ্রাহকগণ পরিবারের সদস্যদের নিয়ে স্ব-স্ব প্লটে গাছের চারা রোপণ করেন।
প্রতি বছরের ন্যায় এবারও প্রকল্পে ২ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।