গ্রিন মডেল টাউনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০১:৩২ পিএম
আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন প্রকল্পে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে সবুজে ঘেরা সুবিস্তীর্ণ লেকসহ আধুনিক নগরজীবনের সব সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা একমাত্র আবাসন প্রকল্প।
বৃহস্পতিবার ‘সবুজে থাকুন সবুজেই রাখুন, আপনার প্রজন্ম আপনার আগামী’- এই স্লোগান নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন- আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক সৈয়দ মোহাম্মদ ওয়াসিম, সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার জামিল তাজুল হোসাইন, মহাব্যবস্থাপক শফিউল আলম লস্কর রাসেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুরু থেকেই এই প্রকল্পে নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও এই প্রকল্পে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।