কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল নতুনধরা এসেটস্ লিমিটেড
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০২:২৯ পিএম
আবাসন খাতে অসামান্য অবদান রাখায় ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড - ২০২৩’ লাভ করেছে নতুনধরা এসেটস্ লিমিটেড।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নতুনধরা।
এতে বলা হয়, আবাসন খাতে অসামান্য অবদানের জন্য ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড - ২০২৩’ লাভ করেছে নতুনধরা এসেটস্ লিমিটেড। বৃহস্পতিবার (২৭ জুলাই) সিঙ্গাপুরের একটি হোটেলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে সিঙ্গাপুরে নিযুক্ত সাউথ আফ্রিকার হাইকমিশনার এম সি লোবে নতুনধরার ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামানের হাতে মর্যাদাপূর্ণ এ পুরস্কার তুলে দেন।
চলতি বছর আবাসন খাতে অর্গানাইজেশনাল ক্যাটাগরিতে একমাত্র নতুনধরা এসেটস্ লিমিটেড-ই এই সমৃদ্ধশালী অ্যাওয়ার্ড অর্জন করেছে বলেও জানিয়েছে নতুনধরা।
উল্লেখ্য, কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসার মান উন্নয়নে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে অভিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্বনামধন্য কোম্পানি ও অন্যান্য খাতের সঙ্গে সম্পৃক্ত প্রসিদ্ধ প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।