লভ্যাংশ ঘোষণা করল আইডিএলসি ইনকাম ফান্ড’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৬:০২ পিএম
বাংলাদেশে যাত্রা শুরু করা “আইডিএলসি ইনকাম ফান্ড” দ্বিতীয় বছরে পদার্পণে চতুর্থ বারের মতো লভ্যাংশ ঘোষণা করেছে।
ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় ২০২৩ অর্থবছরে ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ইনকাম ফান্ডের ট্রাস্টি। এর আগে ইউনিটহোল্ডারদের জন্য এ বছরের জানুয়ারিতেই ৩ দশমিক ৯ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে ফান্ডটি। সে হিসাবে ২০২২-২৩ অর্থবছরে আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিটহোল্ডারদের সর্বমোট লভ্যাংশ দাঁড়াল ৬ দশমিক ৯ শতাংশ।
এই ফান্ডের বৃহদাংশই বিনিয়োগ হয়ে থাকে সরকারী সিকিউরিটিজ তথা ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড-এ এবং এর কোন অংশ-ই সেকেন্ডারি স্টক মার্কেটে বিনিয়োগ করা হয় না। যার ফলে, ‘আইডিএলসি ইনকাম ফান্ড’-এ বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগের নিরাপত্তা বজায় রেখেই বিনিয়োগকারীরা একটি ভালো রিটার্ন লাভের সুযোগ পান। ২০২১ সালে যাত্রার শুরু থেকে ২০ জুলাই, ২০২৩ পর্যন্ত আইডিএলসি ইনকাম ফান্ডের গড় বার্ষিক চক্রবৃদ্ধি রিটার্ন দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ।
যাত্রা শুরু থেকে এ অবধি প্রতি ছয় মাস অন্তর অন্তর ধারাবাহিকতা বজায় রেখে লভ্যাংশ প্রদানের মাধ্যমে ইতোমধ্যেই বিনিয়োগকারীদের মধ্যে সুখ্যাতি অর্জন করেছে আইডিএলসি ইনকাম ফান্ড। তদুপরি, বিনিয়োগের নিরাপত্তা এবং রিটার্নের যে মেলবন্ধনের জন্য এ ধরনের ফান্ড বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও তার সফল প্রয়োগের নজির স্থাপিত হয় আইডিএলসি ইনকাম ফান্ডের এই ধারাবাহিকতায়। আইডিএলসি ইনকাম ফান্ডে বিনিয়োগ নিরাপত্তা এবং রিটার্নের যেই সমন্বয় ঘটে, তার ফলস্বরুপ ঝুঁকি পরিহার করতে চাওয়া বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ইতোমধ্যেই শীর্ষস্থান দখল করে নিয়েছে “আইডিএলসি ইনকাম ফান্ড”।