Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আইএফআইএলের নতুন চেয়ারম্যান মঈন উদ্দিন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম

আইএফআইএলের নতুন চেয়ারম্যান মঈন উদ্দিন

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কেবিএম মঈন উদ্দিন চিশতী।

রোববার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৩৩১তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেবিএম মঈন উদ্দিন চিশতী আইএফআইএল ভাইস চেয়ারম্যান ছিলেন। 

চিশতী কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এমবিএ ডিগ্রি লাভের পর তিনি নিজেকে ব্যবসায়ে নিয়োজিত করেন। তিনি একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। 

চিশতী গ্লোবাল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট লিমিটেডের গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। 

এছাড়াও তিনি গ্লোবাল ইনস্টিটিউশন অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং ডায়মন্ড ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। 

চিশতী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম