Logo
Logo
×

কর্পোরেট নিউজ

মেধার বিকাশে চপস্টিক সবসময় শিশুদের পাশে

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১০:৪৮ পিএম

মেধার বিকাশে চপস্টিক সবসময় শিশুদের পাশে

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড ‘চপস্টিক’ সবসময় শিশুদের সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের বিষয়ে সবসময়ই সচেতন। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে চপস্টিক বিভিন্ন সময়ে নিয়েছে নানা উদ্যোগ, যার ধারাবাহিকতায় এবার ‘চপস্টিক’ আয়োজন করেছিল মা দিবস উপলক্ষে ‘মা মানেই সব ভালো’ শিরোনামে একটি ক্যাম্পেইন। 

মা দিবসে চপস্টিক-এর ফেসবুক পেইজে একটি অ্যানিমেটেড মিউজিক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে গানে গানে মায়ের প্রতি ভালোবাসা জানাতে মায়ের জন্য গান গেয়ে, ছবি এঁকে, কবিতা লিখতে বলা হয় সবাইকে। 

ক্যাম্পেইনটিতে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অভাবনীয় সাড়া মেলে। ছবি আঁকা, গান, কবিতা সবমিলিয়ে মোট ২৩০০ জন মায়ের প্রতি তাদের ভালোবাসা জানায়, যার মধ্য থেকে বাছাই করে ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। 

পরবর্তীতে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান ঢাকার স্থানীয় একটি খেলাঘরে আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ মার্কেটিং জনাব ইমতিয়াজ ফিরোজ এবং ব্র্যান্ড ম্যানেজার জনাব মো: মোর্শেদ কামাল রেজা। 
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার পরী রুখ আল মতিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাপকা বেটা’র শুভাশিস ভৌমিক, ঋতুরাজ ও প্রখ্যাত ম্যাজিশিয়ান শাহিন শাহ। 

উক্ত অনুষ্ঠানে গুড প্যারেন্টিং নিয়ে একটি পারস্পারিক আলোচনাপর্ব ছিল যেখানে বক্তব্য রেখেছেন শিশু মনোরোগ বিশেষজ্ঞ ড. ফাতেমা-তুজ-জোহ্‌রা জ্যোতি, এবং অভিভাবকরাও তাদের অভিমত শেয়ার করেছেন। 

পুরো অনুষ্ঠানেই শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেখানে তারা গান গেয়ে, ম্যাজিক দেখে, অভিভাবকদের সাথে খেলায় অংশ নিয়ে নির্মল আনন্দ উপভোগ করেছে। সবশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং ফটোসেশনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় মা দিবসে মায়ের জন্য ভালো কিছু করার এই আয়োজন ‘মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম