Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম সভা অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১০:২৬ পিএম

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক। সভায় ব্যাংকের নাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিবর্তে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি অনুমোদিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান, বিভিন্ন বিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও উল্লেখযোগ্য শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। 

এছাড়াও সভায় উপিস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা। ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানী সচিব মো. নাজমুল আহসান, এফসিএস।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বলেন, বিশ্বব্যাপী নানাবিধ সংকটের মধ্যেও ব্যাংকের উন্নয়নের ধারা এবং ব্যবসায়িক সূচকে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম