ভারতে উচ্চ শিক্ষায় 'উদ্যোক্তা উন্নয়ন' অন্তর্ভুক্ত করার আহ্বান ড. মো. সবুর খান
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ জুন ২০২৩, ১১:০৭ পিএম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (অটঅচ) এর সভাপতি ড. মো. সবুর খান বলেছেন, "জি ২০ এবং অন্যান্য দেশের উচ্চশিক্ষা নেতৃবৃন্দের Uni২০ শীর্ষ সম্মেলন বিশ্ববিদ্যালয়গুলির রূপান্তরমূলক ভূমিকা বাড়ানোর উপায়গুলি সম্পৃক্ত করার এবং অন্বেষণ করার একটি অমূল্য সুযোগ প্রদান করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের প্রচেষ্টার স্বীকৃতি এবং বিশ্বব্যাপী উচ্চ শিক্ষার অগ্রগতিতে অবদান রাখার সুযোগের জন্য কৃতজ্ঞতা জানান।
গত ১৯ এবং ২০ জুন, ভারতের মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জি২০ সিরিজের ইভেন্ট, UNI-20-এ বিভিন্ন দেশের উচ্চশিক্ষা নেতৃবৃন্দ এবং শিক্ষা উদ্যোক্তারা সমবেত হন। ইভেন্টটি "দ্য ট্রান্সফর্মেটিভ রোল অব ইউনিভার্সিটিজ" থিমকে কেন্দ্র করে এবং ৪৬টি দেশের নেতাদের অংশগ্রহণে আয়োজিত হয় যেখানে শিক্ষা নেতারা তাদের অভিজ্ঞতা এবং মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়গুলির রূপান্তরমূলক প্রভাব নিশ্চিত করার সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
UNI-20-সম্মেলনে ড. মো. সবুর খান প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ এবং অটঅচ-এর প্রতিনিধিত্ব করেন। তিনি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রূপান্তরকে উৎসাহিত করার বিষয়ে তার অন্তর্দৃষ্টি এবং ধারনা শেয়ার করেন এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়টি উচ্চ শিক্ষায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন । ইভেন্টে উল্লেখযোগ্য বক্তারা ছিলেন বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার এবং জি ২০ সম্মেলনের বর্তমান প্রধান সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিংলা, মহারাষ্ট্র সরকারের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী চন্দ্রকান্ত দাদা পাতিল এবং সিম্বাওসিস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর ড. এস. বি. মজুমদার। ইউনিভার্সিটি এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের প্রধান নির্বাহী কর্মকর্তারা ড. মো: সবুর খানের সাথে ইভেন্টে অংশ নেন।
ড. মো: সবুর খান ভারতের পুনেতে ইয়ুথ এইড ফাউন্ডেশনের অফিসও পরিদর্শন করেন এবং পুনে শহরের ২০, ০০০ অপেক্ষাকৃত কম সুবিধাপ্রাপ্ত শিশুদের ব্যবহারের জন্য ঝঞঊগ ইনোভেশন সেন্টারের উদ্বোধন করেন। ঐ সময়ে তিনি আইটি, সৃজনশীল শিল্পে এআই, লাইট ডিজাইন ইত্যাদির মতো বিভিন্ন সেক্টরে কর্মরত কিছু শিল্প নেতাদের সাথেও সাক্ষাত করেন।