রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও হলেন আলীনূর রহমান
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৬:০৪ পিএম
আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন বর্তমানে রিয়েল স্টেট খাতের আইকন মো. আলীনূর রহমান।
১৩ মে রূপায়ণ গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস তাকে নতুন এ পদে পদায়ন করে। রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল মো. আলীনূর রহমানের হাতে এ পদোন্নতিপত্র তুলে দেন। এ সময় রূপায়ণ গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে মো. আলীনূর রহমান একই প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০২১ সালে তিনি আবাসন খাতের অন্যতম সেকেন্ডারি মার্কেটিং প্রতিষ্ঠান রাতুল প্রপার্টিজ লিমিটেডের ডিএমডি হিসেবে যোগদান করেন।
মো. আলীনূর রহমান ২৫ বছর ধরে দেশের আবাসন খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে নির্মাণ, সেলস অ্যান্ড মার্কেটিং, কাস্টমার সার্ভিসসহ ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন।
নতুন এ দায়িত্ব পাওয়ার পর মো. আলীনূর রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও নির্মাণসামগ্রীর আকাশছোঁয়া দামের কারণে অন্যান্য খাতের মতো চ্যালেঞ্জের মধ্যে আছে আবাসন শিল্প। এতসবের মধ্যেও আন্তর্জাতিক মানের আর্কিটেকচারাল ডিজাইনের মাধ্যমে মেগা গেটেড কমিউনিটিসহ আধুনিক বিশ্বমানের প্রকল্প নির্মাণ করছে রূপায়ণ গ্রুপ। আর তাই রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ও রাতুল প্রপার্টিজ লিমিটেড রূপায়ণ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।