এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতেছে লাফার্জহোলসিম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৫:৫৮ পিএম
![এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতেছে লাফার্জহোলসিম](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/29/image-680133-1685361505.jpg)
টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে অনন্য অবদানের জন্য দুইটি ক্যাটাগরিতে ‘অ্যাফরডেবল ক্লিন এনার্জি’ এবং ‘সাসটেইনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট’ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
সাসটেইনেবেলিটি ব্র্যান্ড ফোরাম এর উদ্যোগে সম্প্রতি ঢাকার একটি হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ‘জিওসাইকেল’ এবং কমিউনিটির সামগ্রিক টেকসই উন্নয়নের জন্য গৃহিত উদ্যোগগুলো নিজ নিজ ক্যাটগরিতে যথাক্রমে জয়ী এবং অন্যতম উদ্যোগ হিসেবে পুরষ্কার পেয়েছে।
কোম্পানির পক্ষে হেড অব জিওসাইকেল, কৌশিক মুখার্জি ‘অ্যাফরডেবল ক্লিন এনার্জি’ এবং সিনিয়র ম্যানেজার কমিউনিকেশনস, তৌহিদুল ইসলাম, ‘সাসটেইনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট’ ক্যাটাগরির পুরষ্কার গ্রহণ করেন।