সুবিধাবঞ্চিত নারীদের জন্য সিটিব্যাংক এনএ আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৪:১১ পিএম
বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা বৃদ্ধির জন্য সিটিব্যাংক এনএ সাক্ষরতা কর্মসূচি চালু করেছে।
এ কর্মসূচিটি সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্বে সম্পাদিত করেছে সিটিব্যাংক এনএ।
সাজেদা ফাউন্ডেশন একটি মূল্যবোধচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা, যারা কমিউনিটির ক্ষমতায়ন, শিল্পোদ্যোগে সহযোগিতা, ন্যায্যতা প্রতিষ্ঠা, কল্যাণমূলক প্রতিষ্ঠান গঠন এবং সর্বোপরি সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন রূপায়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি।
এ কর্মসূচিটি উদ্বোধনকালে সিটিব্যাংক এনএয়ের ফাইন্যান্সিয়াল লিটারেসি উইংয়ের প্রধান মোহাম্মদ আখের, হেড অব গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি উইংয়ের লিড রুমানা আহমেদ এবং সাজেদা ফাউন্ডেশনের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে সেলাই, কাপড়, স্ক্র্যাপ সংগ্রহ, চায়ের দোকান এবং সবজি চাষসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে জড়িত ২১ নারী ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেন। এটি তাদের সচেতনতা গড়ে তুলতে এবং তাদের ব্যবসাকে আরও দক্ষ এবং সুরক্ষিত পদ্ধতিতে চালানোর জন্য দক্ষতা প্রদানে সহায়তা করবে।
প্রশিক্ষণ সেশনটিতে সঞ্চয়, মূলধন, লাভ-লোকসান, নগদ ও ধারে বিক্রয়, গ্রাহক আচরণ, বিপণন, ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট খোলা, নিরাপদ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়।