Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ব্র্যাক ব্যাংক ফের অর্জন করল বাংলাদেশের সেরা ‘এএএ’ ক্রেডিট রেটিং 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:৪৫ পিএম

ব্র্যাক ব্যাংক ফের অর্জন করল বাংলাদেশের সেরা ‘এএএ’ ক্রেডিট রেটিং 

ব্র্যাক ব্যাংক আবারও পেলো ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (ক্র্যাব)-এর ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং। দেশের স্বনামধন্য ক্রেডিট রেটিং এজেন্সি থেকে প্রাপ্ত এই রেটিং ব্র্যাক ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থা ও স্থিতিশীলতার প্রতিফলন বহন করে।  

ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ ব্র্যাক ব্যাংক-কে দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে এসটি-১ এর সাথে ‘স্থিতিশীল’ আউটলোক দিয়েছে। ‘এএএ’ হলো ক্র্যাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ইস্যুকারী ক্রেডিট রেটিং। 

এজেন্সিটি এর আগে ২০২২ সালেও ব্র্যাক ব্যাংককে  ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং প্রদান করে। এই ক্রেডিট রেটিং ৩০ জুন ২০২৪ পর্যন্ত কার্যকর থাকবে।    

এই ক্রেডিট রেটিং প্রমাণ করে যে ব্র্যাক ব্যাংক স্থিতিশীল এবং সময় মতো এর আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম। ‘এএএ’ হলো ন্যূনতম ঋণ ঝুঁকিসহ সর্বোচ্চ মানের স্বীকৃতি।  

এই রেটিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, দ্বিতীয়বারের মত ক্র্যাব থেকে ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এই অনন্য অর্জনটি সম্ভব হয়েছে ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, সম্পদের মান, সুশাসন ও উন্নত তারল্য স্থিতি বজায় রাখার জন্য। 

তিনি আরও বলেন, ব্যালেন্স শিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী কমপ্লায়েন্স ও একটি পেশাদার ব্যবস্থাপনা দল এই ক্রেডিট রেটিং এর সর্বোচ্চ মান অর্জনে সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এই কৃতিত্ব ভাগ করে নিতে পেরে আনন্দিত, যাদের আস্থা আমাদেরকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

২০১৯ সালে মুডি’জ ইনভেস্টরস সার্ভিসের দেওয়া রেটিংয়ে ব্র্যাক ব্যাংকই একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে আবির্ভূত হয়, যা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রাপ্ত ‘সভরেইন রেটিং’ (সার্বভৌম রেটিং) এর সমমানের রেটিং অর্জন করে। এছাড়াও ব্র্যাক ব্যাংক হল একমাত্র বাংলাদেশি ব্যাংক, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি - এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং-দ্বারা রেটিং প্রাপ্ত ব্যাংক।   

স্টেকহোল্ডাররা ব্র্যাক ব্যাংককে সুশাসন, নিয়মানুবর্তিতা, স্বচ্ছতা ও মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিংয়ে রোল মডেল হিসেবে মনে করে। গত কয়েক বছর ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সেরা ক্রেডিট রেটিং, বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ; সর্বাধিক মার্কেট ক্যাপিটালাইজেশন; এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা), দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর ধারাবাহিক স্বীকৃতি-এই সবই ব্র্যাক ব্যাংকের সুশাসন, আর্থিক দৃঢ়তা এবং দেশীয় ও বৈশ্বিক অঙ্গনে সুনামের প্রমাণ দেয়।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম