আজীবন জনসেবা করে যেতে চান শাহীন মালুম
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১১:৪৩ পিএম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহীন মালুম একজন আদর্শ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছেন।
যুবলীগের এই নেতা ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনাকালীন সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের মাঝে ফল সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন তিনি। ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে তিনবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তও হয়েছিলেন শাহীন মালুম।
ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করা শাহীন মালুম ১৯৯২ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের দেবই ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে একই থানার দাউদপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৫ সালে রূপগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সুনামের সঙ্গে। ২০১২ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক নির্বাচিত হন তিনি।
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে দ্বারে দ্বারে ছুটছেন বলে জানিয়েছেন কর্মীবান্ধব এ নেতা। মহামারি করোনার সময়ে হাজার হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। এছাড়াও করোনা প্রতিরোধে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং জনবহুল স্থানে হাত ধোয়ার ব্যবস্থাও করেছেন।
লায়ন শাহীন মালুম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমি কাজ করছি। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের হয়ে জনগণের সেবা করতে চাই। দল আমাকে কেন্দ্রীয় যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। পদ-পদবির জন্য আমি রাজনীতি করিনা। বঙ্গবন্ধু আমার আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন জনগণের সেবা করতে চাই।